ফেনসিডিল ও নারীসহ খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সমীর কুমার শীলকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে খুলনা সদর থানা পুলিশ নগরীর খান জাহান আলী রোডের ৮৫ নম্বর চারতলা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই বাসা থেকে সেলিনা বেগম নামের এক নারীকেও গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে ফেনসিডিল ও নারীসহ গ্রেপ্তারকৃত সমীর কুমার শীলকে (২৮) দলীয় সব কার্মকাণ্ড থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে সোমবার খুলনা মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহীন আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খুলনা সদর থানার ওসি তদন্ত সুজিত মণ্ডল জানান, রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর ৮৫, খানজাহান আলী সড়কের একটি ৪ তলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামি সমীর কুমার শীল ও সেলিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসা থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সমীর একই এলাকার মৃত সুখ রঞ্জনের ছেলে এবং সেলিনা বেগম মৃত নবাব আলীর মেয়ে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন: